কাঁচা আমের উপকারিতা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ কথায় আছে, দুধের স্বাদ ঘোলে মেটেনা! তেমনি গরমে কাঁচা আমেরও জুরি মেলাও ভার। শুধুমাত্র স্বাদে, গন্ধে নয় এটির স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যথেষ্ট। তবে জেনে নিন কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতাঃ

১. গরমে প্রচণ্ড ঘাম তা থেকে শরীরে জলশূন্যতা। ঘাটতি মেটাতে রোজ কাঁচা আমে নুন মিশিয়ে বাচ্চাকে খাওয়ান।

২. ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর সোডিয়াম ক্লোরাইড আর আয়রনও বেরিয়ে যায়। নিয়মিত কাঁচা আমের সরবত খেলে এই সমস্যাও মিটবে।

৩. ভিটামিন সি-র অভাবে রক্তে নানা সমস্যা দেখা দেয়। তবে কাঁচা আম এই সমস্যা মেটায়। রক্তে নতুন কোশ তৈরিতে সাহায্য করে। এছাড়া, নিয়মিত কাঁচা আম খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে। এতে যক্ষ্মা, অ্যানিমিয়া, কলেরা, ডায়েরিয়ার মতো রোগ শিশুর ধারেপাশে ঘেঁষতে পারে না।

৪. ভিটামিন সি-র অভাবে বাচ্চা স্কার্ভিতে ভোগে। গুচ্ছের ওষুধ না খাইয়ে গরম ভাতের সঙ্গে আমচুর খাওয়ান। স্কার্ভি কমবে।

৫. কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বক ও চুলকে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

৬. রোদে সানস্ট্রোক হওয়ার সম্ভবনা থাকে। বাচ্চাকে রোজ কাঁচা আমের সরবতে চিনি, একচিমটে ভাজা জিরেগুঁড়ো আর নুন মিশিয়ে খেতে দিন। রোদ থাকলেও সানস্ট্রোক হবে না।



from Uttarbanga Sambad http://ift.tt/2plqmOl

May 06, 2017 at 11:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top