কলকাতা, ১৯ মেঃ কংগ্রেসের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক বক্তব্য না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার তিলজলায় তৃণমূল ভবনে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে দলীয় নেতাদের এমনই নির্দেশ দিলেন তিনি।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যে, ওই দলের বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে তা একমাত্র তিনি নিজে বলবেন। অন্য কেউ নয়। ওই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলনেত্রী বুঝিয়ে দেন যে দিল্লিতে সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকের দরুণই ওই দলের প্রতি তাঁর দলের মনোভাবে ব্যাপক পরিবর্তনের কথা। তবে কংগ্রেসের ব্যাপারে উপরোক্ত মন্তব্য করলেও অন্য বিরোধী দলগুলির ক্ষেত্রে অবশ্য দলীয় নেতাদের ঢালাও স্বাধীনতা দিয়েছেন, যেকোনো মন্তব্য করার।
এদিনের ওই বৈঠকে আরও একটি লক্ষণীয় বিষয় ছিল ভাইপো তথা যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে গুরুত্বে বাড়ানো। পাশাপাশি, আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে আশঙ্কা ব্যক্ত করে দলকে শক্তভাবে গঠিত করার কথাও বলেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pTqedx
May 19, 2017 at 09:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন