হিজাবুল নেতার মৃত্যুর জেরে কাশ্মীরে বন্ধ নেট পরিসেবা

নয়াদিল্লি, ২৭ মেঃ হিজাবুল নেতা সবজার আহমেদের মৃত্যুতে ফের বন্ধ করে দেওয়া হল জম্মু-কাশ্মীরের মোবাইল ইন্টারনেট পরিসেবা। টানা এক মাস এই পরিসেবা বন্ধ থাকার পর শুক্রবার নেট সংযোগ চালু করা হয়। তবে সবজারের মৃত্যুর ঘটনায় অশান্তি এড়াতে ফের এই নেট পরিসেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জম্মু-কাশ্মীর সরকার।

প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর হিংসার পরিবেশ হয়ে উঠেছিল ভূস্বর্গ। সেই সময় সন্ত্রাসবাদীরা সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ব্যবহার করে হামলাকারীদের ঐক্যবদ্ধ করত। কোথায়, কখন, কীভাবে হামলা চালানো হবে সে ব্যাপারে সাইটগুলির মাধ্যমে সমস্ত তথ্য দেওয়া হত হামলাকারীদের। ওই পরিস্থিতিতে নেট পরিসেবা বন্ধের মতো প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে ১২ ঘণ্টার সময় নিয়েছিল প্রশাসন।

বুরহানের মৃত্যুর পর উপত্যকার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। এবার যাতে জম্মু-কাশ্মীরে ওই একই পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সবজারের মৃত্যুর পরই নেট পরিসেবা বন্ধ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qtLZvB

May 27, 2017 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top