রোনাল্ডোর হ্যটট্রিকে কার্ডিফের পথে এক পা রিয়ালের

মাদ্রিদ, ৩ মেঃ লা লিগার ফিরতি এল ক্লাসিকোয় হার তাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জিতলেও চেনা আগুন তাদের মধ্যে দেখা যায়নি। তবে, সব ব্যর্থতা ঝেড়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে কার্ডিফের পথে এক পা বাড়িয়ে রাখল রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার মধ্যরাতে স্যান্টিয়াগো বের্নাব্যুতে শুরুটা আক্রমণাত্মক মেজাজে করে রিয়াল। যার ফলে ১০ মিনিটে তারা এগিয়ে যায়। ক্যাসেমিরোর মিসহিট থেকে হেডে জালে বল রাখেন সিআরসেভেন। গোল খাওয়ার পর অ্যাটলেটিকো অবশ্য সমতা ফেরানোর কয়েকটি সুযোগ পেয়েছিল।  তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় লা রোজারা সেগুলি কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন না হলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্যালাকটিকোসদের হাতে চলে যায়। ৭৩ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোল সেটারই প্রমাণ। অ্যাটলেটি ডিফেন্ডারদের ভুলে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১০২ তম গোল করেন পোর্তুগিজ সুপারস্টার। ১৩ মিনিট বাদে লুকাস ভ্যাসকুয়েজের পাস থেকে হ্যাটট্রিক সম্পন্ন করেন চারবারের ব্যালনজয়ী তারকা। ফাইনালে ওঠার জন্য ৯ মে ভিসেন্তে ক্যালডেরনে যে দিয়েগো সিমিওনের ছেলেদের কঠিন পরীক্ষায় নামতে হবে সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না।



from Uttarbanga Sambad http://ift.tt/2p7WAg8

May 03, 2017 at 04:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top