নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করবেন মনিরুল হক সাক্কু। আগামী বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার সময় অনুষ্ঠিত প্রথম সভার পর দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
সোমবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া কুমিল্লার বার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুপম বড়ুয়া জানান, সিটি করপোরেশন আইন অনুযায়ী, শপথ গ্রহণের পরবর্তী ৩০ দিনের মধ্যে সিটি করপোরেশনের প্রথম সভা আহবান করতে হয়। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় প্রথম সভা আহবান করা হয়েছে। প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পরই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। সেই সাথে দায়িত্ব নিবেন ২৯ জন নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা।
এর আগে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর নিকট শপথ গ্রহণ করেন মেয়র মনিরুল হক সাক্কু।
উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম বারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সীমার বাবা অধ্যক্ষ আফজাল খানকে পরাজিত করে কুসিকের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী সাক্কু।
The post ১৭ মে কুসিকের দায়িত্ব পাচ্ছেন সাক্কু appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2r890c8
May 15, 2017 at 06:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন