ঢাকা, ১৮ মে- প্রায় ১১ মাস আড়ালে থাকার পর চলতি বছর যখন অপু বিশ্বাসের খোঁজ পাওয়া গিয়েছিল, তখন চলচ্চিত্রের হালহকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাহিকে নিয়ে মন্তব্য করেছিলেন শাকিব পত্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বলেছিলেন, মাহি অনেক সুইট একটা মেয়ে। তার ভিতর অনেক সম্ভাবনা আছে। বিয়ে করেছে তাতে কী! মন দিয়ে সে কাজ করলে ফিল্ম ক্যারিয়ারে অনেক দূর যেতে পারবে। চলচ্চিত্রের একজন শীর্ষ নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয়ই খুশি হয়েছিলেন মাহি! এরপর গেল ১০ এপ্রিল অপু বিশ্বাস যখন তার সন্তান আবরাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন, তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি। ১১ এপ্রিল মাহি তার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তার মনের চাওয়া প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি প্রতিদিন আল্লাহকে বলবো, তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি (বাচ্চা) দিও। অত মায়া, অত নিষ্পাপ চোখের একটা জয় দিও, ইনশাল্লাহ। এরপর আজ (বৃহস্পতিবার) দুপুরে আবার অপু বিশ্বাসের নাম উল্লেখ করে মাহি তার ফেসবুকে একটি স্ট্যাট্যাস দেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, অ্যান্ড আই এম এ বিগ ফ্যান অব অপু বিশ্বাস; এর অর্থ দাঁড়ায়- আমি অপু বিশ্বাসের অনেক বড় ভক্ত। অপু-মাহি দুজনেই ঢাকাই ছবির শীর্ষস্থানীয় দুজন চিত্রনায়িকা। স্ব স্ব স্থান থেকে তারা বেশ জনপ্রিয়। যদিও এই দুই নায়িকা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি। অপু শাকিবের সঙ্গে জুটি বেঁধে ৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, মাহি শাকিবের নায়িকা হয়ে ভালোবাসা আজকাল নামের একটি সুপার হিট ছবিতে অভিনয় করেছেন। আর/১৭:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qVdh2Q
May 18, 2017 at 11:49PM
18 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top