মুম্বাই, ০১ মে- নাচতে জুড়ি নেই শহিদ কাপুরের। অভিনয়ের পাশাপাশি নাচ দিয়েও বলিউডপ্রেমীদের মন জয় করেছেন শহিদ। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়ে গেল শহিদের নাচের তার কারণ ভিন্ন। শহিদের নাচ না দেখে সবাই বারবার দেখছেন নয় মাস বয়সী মেয়ের নাচ! সে আর কেউ নয়, শহিদেরই মেয়ে মিশা কাপুর। ওয়ার্ল্ড ড্যান্স ডেতে মেয়েকে ড্যান্স পার্টনার করে নাচলেন নায়ক। মেয়েও বাবার সঙ্গে পায়ে পা মেলালো। যা সত্যি অসাধারণ! শহিদ নিজেই সেই নাচের ভিডিওটি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন। পোস্টের নীচে শাহিদের ক্যাপশন, এমজে ড্যান্স তোমার রক্তে। বুঝাই যাচ্ছে, মেয়েকে শহিদ নাচে-অভিনয়েই প্রতিষ্ঠিত দেখতে চান। দেখুন শহিদ কাপুরের নাচের ভিডিও : আর/১৭:১৪/০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pxpoQd
May 01, 2017 at 11:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top