নয়াদিল্লি, ৫ মেঃ দেশের সবচেয়ে লজ্জাজনক ও ঘৃণ্যতম ঘটনার রায় দিল সুপ্রিমকোর্ট। আজ নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত মুকেশ, পবন, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংয়ের প্রাণভিক্ষার আর্জিকে খারিজ করে তাদের ফাঁসির সাজা শোনালো সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র, আর ভানুমতী ও অশোক ভূষণের বেঞ্চ এই রায় দিল। বেঞচ জানায় এই দোষীদের কোনো ক্ষমা নেই।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর, ২০১২ সালে দিল্লির এক তরুণীকে নৃশংশভাবে ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশ উত্তাল হয়ে ওঠে এর নিন্দায়। প্রশ্ন ওঠে নারী নিরাপত্তায়। দীর্ঘ ৫ বছর পর এই রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। আজ এই রায়ে আপাতত স্বস্তি নির্ভয়ার পরিবার সহ গোটা দেশ।
from Uttarbanga Sambad http://ift.tt/2pMSfA1
May 05, 2017 at 03:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন