গুলেন-সমর্থক সৈন্যদের আশ্রয় দিচ্ছে জার্মানি

fইউরোপ ::জার্মানী গুলেন সমর্থক কয়েকজন সাবেক সেনা সদস্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ করায় বৃহস্পতিবার দেশটির নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় দ্বিপক্ষীয় সম্পর্ককে ঝুঁকিতে ফেলার জন্য জার্মানীর এই আচরণের ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। খবর সিনহুয়া’র।
বিবৃতিতে আরো বলা হয়, জার্মানীর গুলান সদস্যদের গ্রহণের এই সিদ্ধান্ত মৈত্রীর নীতি পরিপন্থী এবং এ ঘটনাটি বহুমুখী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
তুরস্ক সরকারের অভিযোগ, ২০১৬ সালে দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্ম প্রচারক ফেতুল্লাহ্ গুলেনের হাত রয়েছে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pBPdwU

May 11, 2017 at 10:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top