নিজেদের ঘরের মাঠ বের্নাবাউতে বারবার নিজেদেরই দর্শকদের বিদ্রুপ শুনতে হচ্ছে রোনাল্ডোকে। যা নিয়ে তিনি আগেও সরব হয়েছেন। মঙ্গলবার রাতেও এর কোনও ব্যতিক্রম হল না। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে হ্যাটট্রিক করে দুর্দান্ত জয় উপহার দেওয়ার পরেও দর্শকদের বিদ্রুপধ্বনি শুনতে হল তাঁকে। যা নিয়ে পরে রোনাল্ডো ক্ষিপ্ত ভাবেই দর্শকদের উদ্দেশে বলে গেলেন, আমি আবার বলতে চাই, আমাকে বিদ্রুপ করবেন না। আমি ওই ধ্বনিটা শুনতে চাই না। আমি সব সময় এই ক্লাবের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব। রিয়ালের হয়ে ৪২তম হ্যাটট্রিক করে ফেললেন রোনাল্ডো। চলতি মরসুমে হয়ে গেল ৩৫ গোল। যা দেখার পর বিশ্বের সর্বকালের সেরাদের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে গিয়েছে। রিয়ালের ঘরের মাঠে তবুও যেন বন্দিত বাদশা নন তিনি। যদিও দর্শকদের বিদ্রুপ ভুলে থেকে রোনাল্ডো বলার চেষ্টা করলেন, আমাদের টিম দারুণ খেলেছে। এ বার আমার গোল করার পালা ছিল। সেটা করতে পেরে আমি খুশি। তবে এখনও খেলা শেষ হয়নি। আতলেতিকো খুবই ভাল দল। আমাদের সতর্ক থাকতে হবে। সেমিফাইনালের পরের লেগ হবে আতলেতিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে। ৩ জুন কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে ফাইনাল। এদিকে, হ্যাটট্রিকের দিনেই রোনাল্ডোর ৪০০ গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রোনাল্ডো এই ক্লাবের হয়ে ৪০০তম গোল করে ফেলেছেন। সেই তথ্য তারা নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করে দেয়। ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। তার পর থেকে ক্লাবের হিসেব অনুযায়ী নাকি ৪০০ গোল মঙ্গলবার রাতেই হয়ে গিয়েছে। রোনাল্ডো নিজে বিশ্বাস করেন, রিয়ালের হয়ে ৪০০তম গোল করে ফেলেছেন। তিনি বলেও দিয়েছেন, রিয়ালের হয়ে ৪০০ গোল করতে পেরে আমি উচ্ছ্বসিত। কিন্তু সরকারি হিসেব নাকি বলছে, রিয়ালের হয়ে ৩৯৯টি গোল হয়েছে রোনাল্ডোর। জানা গিয়েছে, ২০১০ সালে একটি গোল নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই গোলটি রিয়াল দাবি করেছিল, রোনাল্ডোরই করা। কিন্তু লা লিগা কমিটি স্কোরার হিসেবে পেপে-কে ধরেছিল। সেই বিভ্রান্তির জন্যই লিগা কমিটি বলছে, তাঁর গোল সংখ্যা এখন ৩৯৯, রিয়াল মাদ্রিদের দাবি ৪০০ হয়ে গিয়েছে। কী ভাবে তিনি এই অসাধ্য সাধন করে চলেছেন দিনের পর দিন? রোনাল্ডো বলেছেন, দায়বদ্ধতা আর পরিশ্রমই আমার সাফল্যের প্রধান কারণ। তার পরেই বলে ওঠেন, আমি খুশি, ভাগ্যবান এবং রক্তমাংসের মানুষ। আর/১৭:১৪/০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qEznDn
May 05, 2017 at 06:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন