বার্মিংহাম, ২৬ মে- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১ জুন। উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা। মূল আসর মাঠে গড়ানোর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী শনিবার সরফরাজ আহমেদের দলের বিপক্ষে লড়াইয়ে নামবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এজবাস্টনে গড়াবে গা গরমের ম্যাচটি। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। ৩০ মে ওভালে একই সময়ে শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। বাংলাদেশ দল এখন বার্মিংহামে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সেখানে টাইগাররা পৌঁছেছেন বৃহস্পতিবার রাতেই। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ১ ঘণ্টা ভ্রমণ শেষে। আগামীকালই তাদের মাঠে নেমে পড়তে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রস্তুতি ম্যাচ বলে ব্যাপারটা হালকাভাবে নিতে নারাজ মাশরাফি। বলেন, প্রস্তুতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উইকেট খানিকটা ভিন্ন। ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো থেকে আমরা বেশ কিছুই শিখতে পারব। আমি মনে করি, এগুলো খুব বড় ম্যাচ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে `এ` গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গী ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই গ্রুপটিকে তো মাশরাফি দেখছেন গ্রুপ অব ডেথ হিসেবেই। বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা যে গ্রুপে পড়েছি, সেটা বলতে গেলে গ্রুপ অব ডেথ। বিশ্বের বড় তিনটি দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। তাদের বিপক্ষে কোন কিছুই ভবিষ্যদ্বাণী করা যাবে না। এদিকে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজটাও বাংলাদেশের জন্য ছিল প্রস্তুতিমূলক! সে হিসেবে প্রস্তুতিটা ভালোই হয়েছে মাশরাফিদের। সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছেন টাইগাররা। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা ৮ উইকেটের। চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে মাশরাফি বাহিনী। নিউজিল্যান্ডের কাছে একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি পণ্ড হয়েছে বৃষ্টিতে। ১০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় মাশরাফির দল। ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১৫ সালে। তিন ম্যাচের ওই সিরিজে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিলেন টাইগাররা। প্রথম ওয়াডনেতে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ পেয়েছিল ৭৯ রানে। দ্বিতীয় ম্যাচে মাশরাফির অধীনে টাইগাররা জিতেছেন ৭ উইকেটে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়টা ৮ উইকেটের ব্যবধানে। আর/১০:১৪/২৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rYAPBc
May 27, 2017 at 04:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top