ব্রাহ্মণপাড়া সদর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ● দীর্ঘদিন অবৈধভাবে দখলকৃত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারের ৩৬ শতক ভূমি দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি কামরুল ইসলাম খান। মঙ্গলবার উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভূমি অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া মৌজার সাবেক ৩৭৫ দাগের ৩৬ শতক ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধভবে দোকান তোলে দখল করে রাখা হয়েছিল। গত ১ মাস পূর্বে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস থেকে সে সব দোকান ভেঙ্গে নেয়ার নির্দেশ দেয়া সত্বেও তা ভেঙ্গে না নেওয়ায় মঙ্গলবার সহকারী কমিশনার ভূমি এ উচ্ছেদ অভিযান পরিচালান করেন। ৩৬ শতক ভূমির মধ্যে ৫ শতক ভূমি সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড হিসাবে ব্যবহারের জন্য আদালতের নির্দেশনা রয়েছে। দিনব্যাপী উচ্ছেদ এ অভিযানে উপস্থিত ছিলেন থানার এসআই তীতংকর দাসসহ পুলিশের একটি দল। উপজেলা নিবার্হী অফিসার বলেন, অচিরেই উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্ধারকৃত ভূমিতে সেড তৈরী করে দোকান বরাদ্দ দেয়া হবে।

The post ব্রাহ্মণপাড়া সদর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2quWq3h

May 02, 2017 at 10:19PM
02 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top