শিহাবুজ্জামান কামাল, লন্ডনঃ রোববার ২১ মে পূর্ব লন্ডনের বিগল্যান্ড ষ্ট্রীটের ‘দারুল উম্মাহ সেন্টার’ এর কনফারেন্স হলে দাওয়াতুল ইসলামের কেন্দীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন মাওলানা রেদওয়ানুর রহমান। সভাপতির সুচনা বক্তব্যে পর গত সদস্য সভার কার্যবিবরণী পেশ করেন সংগঠনের নায়েবে আমীর হাসান মঈন্নুদ্দিন। সভার বিভিন্ন আলোচ্য সুচীতে ছিল সাংগঠনিক ও গঠন তন্ত্রের সংশোধনীর ব্যাপারে পরামর্শ ও প্রশ্নোত্তর পর্ব, নতুন সদস্যদের শপথ গ্রহণ।
সভার দ্বিতীয় পর্ব বাদ জোহর খাওয়া-দাওয়ার পর শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাসান মঈন্নুদ্দিন। ‘সংগঠনের ভীষণ কি’ এবিষয়ে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান মাদনী, ব্যারিস্টার আহমেদ মালিক, মাওলানা মুহাম্মদ হাসান, আলহাজ নুর বখশ, জয়নুল আবদীন, ফয়জুল ইসলাম, এম এ রহিম।
সভাপতির বিদয়ী বক্তব্যে সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও তাঁদের প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন মাহে রমজান সমাগত। আমরা যেন রহমত,বরকত,নাজাত ও মাগফিরাতের এমাস কাজে লাগাতে এখন থেকে প্রস্থুতি শুরু করি। আমরা যেন তাকওয়া ভিত্তিক জীবন গঠন ও সকল গোনাহ থেকে মুক্ত থেকে মহান আল্লাহপাকের সন্তুষ্টি লাভ করতে পারি। এমাসে আমাদের পারস্পরিক সম্পর্কর উন্নয়ন ও ভ্রাতৃত্ব বোধের বন্ধন আরো যাতে সুদৃঢ় হয় এব্যাপারে চেষ্টা চালাতে হবে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, সদস্যারা সদস্য সম্মেলনে যোগ দেন। আমীরের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qaxopz
May 23, 2017 at 12:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন