পুনে, ৯ মেঃ দিল্লি গণধর্ষণকাণ্ডের পর এবার পুণে গণধর্ষণকাণ্ডে তিন দোষীর ফাঁসির সাজা দিল পুনে দায়রা আদালত। মঙ্গলবার চতুর্থ ব্যক্তি রাজসাক্ষী হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
২০০৯-এর ৭ অক্টোবরে তথ্যপ্রযুক্তি কর্মী নয়না পূজারি অফিস থেকে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। কিন্তু সেদিন রাতে আর বাড়ি ফেরেননি নয়না। তাঁর বাড়ির লোকজন থানায় নিখোঁজের ডায়রি করেন। পুলিশ তদন্তে নেমে দু’দিন পর রাজগুরুনগরে বাইপাস সংলগ্ন জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করে। একটি সিসিটিভির ফুটেজও সংগ্রহ করে পুলিশ।
সিসিটিভি মারফত জানা যায়, ওই তথ্যপ্রযুক্তি সংস্থার নিরাপত্তা কর্মী রাজু চৌধুরি ট্যাক্সিচালক যোগেশ রাউতের সঙ্গে কথা বলে নয়নার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে। কিছুদূর যাওয়ার পর গাড়িতে ওঠে মহেশ ঠাকুর ও বিশ্বাস কদম নামে ওই দুই ব্যক্তি। ঘটনার আটদিন পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশের জেরায় তারা জানায় ধর্ষণ করে তারা নয়নাকে শ্বাসরোধ করে মেরেছে। ওইদিন সন্ধ্যায় এটিএম কার্ড থেকে টাকাও তুলেছিলেন নয়না। সেসমস্ত তারাই কেড়ে নেয়। পুনের দায়রা আদালতে মঙ্গলবার ছ’ঘণ্টা শুনানি চলার পর দোষী সাব্যস্ত হয় যোগেশ রাউ, মহেশ ঠাকুর ও বিশ্বাস কদম। তিনজনকে ফাঁসির সাজা দিয়েছেন দায়রা আদালতের বিচারক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2q0Jc0n
May 09, 2017 at 11:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.