উর্জা-২০১৭ টুর্নামেন্টের পূর্বে ক্রীড়াঙ্গন পরিদর্শন

শিলিগুড়ি, ৩ মেঃ বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উর্জা-২০১৭ সিএপিএফ অনূর্ধ্ব-১৯ ফুটবল ট্যালেন্ট হান্ট টুর্নামেন্টের পূর্বে মাঠ পরিদর্শন করল বিএসএফ ডিআইজি, এসডিও এবং পুলিশ কর্তারা।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে উর্জা-২০১৭ সিএপিএফ অনূর্ধ্ব-১৯ ফুটবল ট্যালেন্ট হান্ট টুর্নামেন্ট। সেন্টাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ)-এর উদ্যোগে তিন দফায় ১ মে থেকে বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। অ্যাম্বাসেডর করা হয়েছে বাইচুং ভুটিয়াকে।

পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছে এসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার। ৫-১১ টুর্নামেন্ট হবে শিলিগুড়ির বিভিন্ন মাঠে। ছেলে এবং মেয়েদের ৮টি করে ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি।



from Uttarbanga Sambad http://ift.tt/2pXtLqx

May 03, 2017 at 05:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top