কলকাতা, ১৬ মে- সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি এবার বেসরকারি স্কুলগুলিতেও বাংলা ভাষা বাধ্যতামূলক করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল সোমবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে থাকতেই হবে বাংলা। রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও জারি হয়েছে এই নির্দেশিকা। প্রথম ভাষা হিসেবে বাংলা বা হিন্দি, ইংরেজি, উর্দু, নেপালি ভাষা নির্বাচন করা যাবে। কিন্তু ভাষাগুলি দ্বিতীয় ও তৃতীয় ভাষা হলে সেক্ষেত্রে একটি বাংলা হতেই হবে। সূত্রঃ কলকাতা টোয়েন্টিফোর। আর/১০:১৪/১৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qNZfjp
May 17, 2017 at 05:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন