মুম্বাই, ০২ মে- এবার জুটি বাঁধতে পারেন সানি লিওন আর বীরেন্দ্র শেবাগ। না, বাইশ গজে নয়, কোনো সিনেমা বা বিজ্ঞাপনেও নয়। এই জুটিকে দেখা যেতে পারে আইপিএলের সেলিব্রিটি ধারাভাষ্যর বক্সে। আইপিএলে কোন দল প্লে অফে যাবে, কোন দল বিদায় নেবে, সেই জল্পনাকেও ছাপিয়ে গেল বীরু-সানি জুটি বাঁধার এই জল্পনা। কয়েকদিন আগে একটি আইপিএল ম্যাচে একটি অ্যাপের হয়ে ধারাভাষ্য দিয়েছিলেন সানি। সঙ্গে ছিলেন কমেডি স্টার সুনীল গ্রোভার। তারপরই সানি বলেন, কোনো সেলিব্রিটি ক্রিকেটারের সঙ্গে জুটি বাঁধবেন। হতেই পারত, কেবা আগে প্রাণ, করিবেক দান, তারি লাগি কাড়াকাড়ি। মনে মনে অনেকেই হয়তো সানির সঙ্গে জুটি বাঁধতে রাজি। কিন্তু মুখ ফুটে বলবেন কে? এগিয়ে এলেন বীরেন্দ্র শেবাগ। আগে ব্যাট হাতে ঝড় তুলতেন। এখন টুইটে ঝড় তুলছেন। তাঁর টুইট মাঝে মাঝেই উঠে আসে শিরোনামে। তিনিও পাল্টা ডাক দিয়ে বসলেন সানিকে, আপ ভি তৈয়ার হো যাও, ধামাকা হো জায়েগা, কিঁউ?



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qnOxiT
May 02, 2017 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top