ঢাকা, ১০ মে- ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টির জনপ্রিয়তা বর্তমানে অন্য ফরমেটের তুলনায় বেশি। তাই ক্রিকেট খেলুয়াড় দেশ গুলো আয়োজন করছে আন্তর্জাতিক ঘরোয়া লিগ। যার মধ্যে জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। দল সংখ্যার পাশাপাশি ভেন্যু বাড়ানোসহ আসন্ন বিপিএলের আসরকে জাকজমক করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আসরের বিপিএলে আয়োজন করা হয়নি কোন উদ্বোধনী অনুষ্ঠান। দেশের শীর্ষ পর্যায়ের ও জনপ্রিয় এমন আসরে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা না রাখার জন্য বেশ সমালোচনা হয়েছিল বিসিবির বিরুদ্ধে। আসন্ন বিপিএলের আসর নিয়ে তাই বিসিবি বেশ সচেতন। বিপিএলকে বিশ্বের কাছে তুলে ধরতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটির পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও ইতোমধ্যে ছক কষতে শুরু করে দিয়েছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের পর উদ্বোধনী অনুষ্ঠানকে জাকজমক করে আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এবং বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেলও। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সবার নজর কাড়তে উক্ত অনুষ্ঠানে বলিউডের অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে আনার পথে হাঁটছে বিসিবি। শেখ সোহেলও জানালেন এমনটাই। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাজেট করছি। আমাদের বাজেটের মধ্যে হলে এবং তাদের (শাহরুখ ও ক্যাটরিনা) শিডিউল মিললে তাদের আনার পরিকল্পা রয়েছে। আর/১৭:১৪/১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2r161PI
May 10, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top