বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ : প্রবাসী’সহ আহত ৫

22

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে যুক্তরাজ্য প্রবাসীসহ ৫জন আহত হয়েছেন বলে জানাগেছে। রোববার সকালে উপজেলার কালিগঞ্জ বাজারে দেওকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহিদ মিয়া ও দাউপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জমসেদ আলী গংদের মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন আলাপুর গ্রামের লন্ডন প্রবাসী জমসেদ আলী (৭৫), তার চাচাতো ভাই আব্দুন নূর (৫০) ও আব্দুন নুরের ছেলে জুবেল আহমদ (১৬), সাইফুল ইসলামসহ (২০) পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সুত্র জানায়, পূর্ব বিরোধ নিয়ে রোববার সকালে জমসেদ আলীকে বাজারের শাহজালার রেস্টুরেন্ট’র সামনে পেয়ে চেয়ারম্যানের ছেলে সাইফুল প্রথমে তার উপর হামলা চালায়। পরে চেয়ারম্যান তাহিদ মিয়ার উপস্থিতিতে তার পক্ষের লোকজন আব্দুন নূর ও তার ছেলে জুবেল আহমদকে পিটিয়ে গুরুতর আহত করে।

হামলার ঘটনা নিয়ে পরে দু’পক্ষে সংঘর্ষ বাঁধলে ইটপাটকেলের আঘাতে বাজারের সভাপতি ও চেয়ারম্যানের ছেলে আহত হন। পরে পুলিশ  বাজারের ব্যবসায়ীদের মধ্যস্থাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qQaqEa

May 07, 2017 at 10:47PM
07 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top