ভিআইপি গেস্টহাউসের সামনে আইএএস অফিসারের অকালপ্রয়াণ

লখনউ, ১৭ মেঃ উদ্ধার হল কর্ণাটকের বছর ৩৫-এর আইএএস আধিকারিক অনুরাগ তিওয়ারির মৃতদেহ। বুধবার সকালে লখনউয়ের হজরতগঞ্জ এলাকার মীরাবাই ভিআইপি গেস্ট হাউসের বাইরে মিলল দেহ। পুলিশের জানায়, এই মৃত্যুতে অস্বাভাবিকতা কিছু নেই। তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

তিওয়ারি বর্তমানে বেঙ্গালুরুতে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইসে কমিশনার পদে নিযুক্ত ছিলেন।

কিছু ব্যক্তিগত কারণে উত্তরপ্রদেশে এসেছিলেন। ওই গেস্ট হাউসের ১৯ নম্বর ঘরে তিনি ছিলেন। সঙ্গে ছিলেন ব্যাচমেট পিএন সিং। দুজনেই একইসঙ্গে ২০০৭ সালের সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছিলেন।

জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ পিএন সিং গোমতিনগর স্টেডিয়ামে ব্যাডমিনটন খেলতে বেরিয়ে যান। সেমময় মর্নিং ওয়াকে বেরোন তিওয়ারি। তাঁর ঘরের থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বের মধ্যেই হঠাৎ করে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাস্তায় রক্তের দাগ মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিাই জেএন সিং এবং এসএসপি দীপক কুমার।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে উচ্চরক্তচাপজনিত কারণে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হলেও এখনই কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qQ9iVl

May 17, 2017 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top