নয়া দিল্লী, ০৮ মে- পাকিস্তানকে ক্রিকেটের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তা রাজীব শুকলা। তিনি জানিয়ে দিয়েছেন, নিজেদের দেশকে ক্রিকেটের জন্য নিরাপদ না করে কোনোভাবেই পাকিস্তান ভারতকে খেলার আমন্ত্রণ জানাতে পারে না। কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দাবি, ২০১৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্বারক অনুযায়ী পারস্পরিক যে সিরিজ বিনিময় হওয়ার কথা ছিল, সেগুলো খেলতে ভারত রাজী না হওয়ায় বিশাল আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে পাকিস্তান। সে কারণে, বিসিসিআইর প্রতি তারা আইনী নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশের জবাব দিতে গিয়ে রাজীব শুক্লা বলেন, আমরা অচিরেই তাদেরকে একটা যথাযত জবাব পাঠাবো। পরস্পরের মাঠে গিয়ে খেলার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে; কিন্তু পাকিস্তানের নিরাপত্তা ইস্যু এতটাই নাজুক যে, সেখানে কোনোভাবেই একটা সিরিজ খেলার জন্য কেউ তাদের ক্রিকেটারদের পাঠাচ্ছে না। শুধু জিম্বাবুয়ে সেখানে এসে একটা সিরিজ খেলে গেছে। এছাড়া আর কোনো দেশই সেখানে খেলতে রাজি নয়। এর কারণ হচ্ছে, পাকিস্তান কোনোভাবেই ক্রিকেটারদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। রাজীব শুক্লা সঙ্গে আরও যোগ করেন যে, পাকিস্তানে ভারতের ক্রিকেটাররা আরও বেশি অনিরাপদ। সেখানে তাদের নিরাপত্তা আরও বেশি হুমকির মুখে। তিনি বলেন, পাকিস্তানের মাটিতে যখন ভারতীয় ক্রিকেট দলের সিরিজের বিষয়টা সামনে আসবে, তখন নিরাপত্তার বিষয়টা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে আমরা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেবো? রাজিব শুক্লা একই সঙ্গে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে হলেও খেলতে রাজি। তবে এটা নির্ভর করে সম্পূর্ণ ভারতীয় সরকারের ওপর। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তারা সরকারের অনুমতি চেয়েছেন; কিন্তু এখনও পর্যন্ত সরকার এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছে না। রাজীব শুক্লা বলেন, বিসিসিআই গত মার্চেই সরকারের কাছে চিঠি লিখেছে ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বিষয়ে। সুতরাং, সরকারের কাছ থেকে অনুমতি না পেলে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর/১০:১৪/০৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pnGRsv
May 09, 2017 at 05:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন