গভীর রাতে জলপাইগুড়ির হোম থেকে পালাল ৮ কিশোর

জলপাইগুড়ি, ৫ মেঃ বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ির কোরক হোম থেকে পালিয়ে গেল আট কিশোর। তাদের মধ্যে তিনজনকে অবশ্য রাতেই উদ্ধার করে ফের হোমে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনাস্থলে তদন্তে পৌঁছেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ ও হোম সূত্রে জানা গিয়েছে, ওই আট কিশোর যে ঘরে থাকত সেখানে একটি দেওয়াল আলমারি ছিল। আলমারির পিছনের দেওয়াল ভেঙে চাদর ঝুলিয়ে সেখান দিয়ে নেমে হোমের ভবনের বাইরে আসে ওই কিশোররা। পাঁচিলের গায়ে থাকা গাছে উঠে কম্বল দিয়ে কাঁটাতার ঢেকে পাঁচিল টপকে পালায় তারা।

রাতেই ঘটনা জানাজানি হওয়ায় হইচই পড়ে যায় হোমে। কোতোয়ালি থানায় ঘটনা জানানো হয়। শহরের রেসকোর্স পাড়ায়

বিসিডব্লিউ বাংলোর কাছ থেকে ধরা পড়ে পলাতকদের মধ্যে তিনজন। শুক্রবার সকাল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি বাকিদের। তাদের সকলেই ভিনরাজ্যের। পলাতক কিশোররা বিহার, অসম, নাগাল্যান্ড এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছিল।

প্রসঙ্গত, কোরক হোমে জুভেনাইল বন্দিদের পাশাপাশি উদ্ধার হওয়া নাবালকদের রাখারও ব্যবস্থা রয়েছে। সরকারি এই হোমের জমিতে স্পেশালাইজড ‌অ্যাডপশন এজেন্সি খোলার জন্যও চেষ্টা করছে জেলা প্রশাসন।



from Uttarbanga Sambad http://ift.tt/2pM3vN3

May 05, 2017 at 09:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top