কুয়ালালামপুর, ১২ মে- জাল পাসপোর্টে গৃহবধূ ও তার দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগে বাংলাদেশি আলি রেজা সোহেলকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। ৯ মে কুয়ালালামপুরের বান্ডার কিনারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ২ মে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শিশু পাচারের অভিযোগের আবেদনের প্রেক্ষিতে ঢাকা উত্তরা থানার সেক্টর ১৩, বাড়ি নং-৩৮ রোড নং-৩ এর মো. এনামুল হকের ছেলে আলী রেজা সোহেলের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরি করে রাগিব ইসরাক ইনান (৭) ও দেড় বছর বয়সী আফিয়া ইবনাত ইফরা এই দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগে ৩ মে দিনাজপুরের বীরগঞ্জ থানার ঘোরাবান্দা গ্রামের মৃত রশিদুল হকের ছেলে মো. রকিবুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। মামলা নং-৩৮৯০। গ্রেফতারের আগে পাচারকারী আলি রেজা সোহেলের বিরুদ্ধে ৫৪(২) ও ৫(১) এর ধারায় মালয়েশিয়ার সর্বোচ্চ শরিয়া আদালত আগামা ইসলামে আরেকটি মামলা করেন রাকিবুল হক। আগামা ইসলামের মামলা নং ১৭২৯। স্ত্রী সোনিয়া হালিমা হামিদ ও দুই শিশুকে মালয়েশিয়ান নাগরিক (চাইনিজ) লিওনার্ড লুইসের হেফাজতে রাখা হয়েছে। মামলার বাদী মো. রকিবুল হক এ প্রতিবেদককে বলেন, জাল পাসপোর্ট তৈরি করে তাতে স্বামী ও বাবার নামের স্থলে অন্য পুরুষের নাম ব্যবহার ছাড়াও নানা প্রতারণার মাধ্যমে একটি চক্র তার স্ত্রী সোনিয়া হালিমা হামিদ ও দুই সন্তান রাগিব ইশরাক ইনান ও আফিয়া ইবনাত ইফরাকে মালয়েশিয়ায় পাচার করে। রাকিব জানান, স্ত্রী-সন্তানদের বিদেশে পাচারের অভিযোগে ৩০ জানুয়ারি রকিবুল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ আদালতে আলি রেজা সোহেলসহ মানবপাচার চক্রের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা দায়েরের পর ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১৫ নম্বর সড়কের ৯৯০ নম্বর ভবন থেকে এসএম মাহফুজ আলম ওরফে জিতু (৩২) ও তার স্ত্রী মরিয়ম রহমান ওরফে মমকে (২৮) গ্রেফতার করা হয় এবং ১৯ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত দম্পতিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়। ডিওএইচএসের একটি বাসা থেকে মামলায় অভিযুক্ত জিতু ও মম দম্পতিকে গ্রেফতার করা হয়। ৯ মে শিশু পাচারকারী আলি রেজা সোহেলকে গ্রেফতারের পর বাদী রকিবুল তার দুই সন্তানকে ফিরে পেতে ১১ মে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় থানায় ও আগামা ইসলামে মামলা দায়েরের পর কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজের প্রচেষ্টায় মালয়েশিয়ার পুলিশ মানবপাচারকারী আলি রেজা সোহেলকে গ্রেফতার করে। আর/১০:১৪/১২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pFU2oW
May 13, 2017 at 04:36AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.