ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। দু’জনের সম্পর্ক দা-কুমড়ো। কিন্তু কাকতালীয়ভাবে দু’জনই একই সঙ্গে ভোট দিতে ঢুকলেন। তারা শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেন। শোনা যাচ্ছে, দু’জনই একই প্যানেলকে ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষে অপু বিশ্বাস বলেন, ‘সবার জন্য শুভ কামনা।’ তবে এ সময় বুবলি কোনো কথা বলেননি।
সর্ব প্রথম ভোট দেন নায়ক সাইমন। এ ছাড়া ভোট দিয়েছেন রুবেল, রোজিনা, রিয়াজ, আবুল হায়াত, অঞ্জনাসহ ৫০-৬০ জন ভোটার।
চূড়ান্ত তালিকা অনুসারে নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ প্রার্থী। ভোট দেবেন মোট ৬২৪ জন। নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি প্যানেল।
সভাপতি পদের জন্য লড়ছেন ৩ প্যানেল থেকে মিশা সওদাগর, ওমর সানি ও ড্যানি সিডাক। ২টি সহ-সভাপতি পদে বিপরীতে লড়ছেন ৫ জন। এরা হলেন- নূতন, নাদির খান, রিয়াজ, সাংকোপাঞ্জা ও অমৃতা খান। সাধারণ সম্পাদক পদ একটি। এ একটি পদের জন্য লড়ছেন অমিত হাসান, ইলিয়াস কোবরা ও জায়েদ খান। ১টি সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন ৩ জন। প্রার্থীরা হলেন- একা, রিনা খান ও সুব্রত। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৩ জন লড়ছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে ১ টি পদের বিপরীতে আছেন ৩ জন প্রার্থী। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৪ জন রয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে ১টি পদের বিপরীতে ৩ জন প্রতিদ্বিন্দ্বিতা করছেন। কার্যকরি পরিষদ সদস্য হিসেবে ১১টি পদের বিপরীতে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক মমতাজুর রহমান আকবর। তিনি জানালেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি দিয়ে ভোট গ্রহণ শেষ হবে বিকেল পাঁচটায়।
আকবর বলেন, ‘আমরা সর্বপ্রকার নিরাপত্তার ব্যবস্থা করেছি পুলিশসহ বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p4UQs9
May 05, 2017 at 11:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.