কালবৈশাখীতে কালিয়াগঞ্জে মৃত ১, আহত ৬

কালিয়াগঞ্জ, ২৩ মেঃ সোমবার রাতে ১৫ মিনিটের কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের অন্যান্য ব্লকের বেশকিছু এলাকা। ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন আরও কয়েকজন। গাছ চাপা পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ফতেপুর হাটে। মৃত ব্যক্তির নাম হীরেনচন্দ্র সরকার (৬৭)। বাড়ি কালিয়াগঞ্জ শহরের পূর্ব আখানগর কুনোর মোড় এলাকায়। এই বৃদ্ধ হাটে মশলার দোকান চালাতেন বলে জানা গেছে।

এদিকে ফতেপুর হাটে গাছ উপরে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। হাট চত্বরে থাকা মোট ৩টি বড়ো বটগাছ গোড়া থেকে উপরে যায়। এতে মোট ৬ জন আহত হলেও দু’জন হাসপাতালে চিকিত্সাধীন। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার রাতের কালবৈশাখীতে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে অন্যান্য এলাকাও। কালিয়াগঞ্জ শহরে গাছপালা ভেঙে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে। ফতেপুর হাটে ব্যাপক ক্ষতির খবর পেয়ে রাতেই ছুটে যান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, বিডিও মহম্মদ জাকারিয়া, আইসি বিচিত্রবিকাশ রায়ের নেতৃত্ব পুলিশ। তারা মাঝরাত পর্যন্ত ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ চালান ও কালিয়াগঞ্জ-ইটাহার সড়ক যান চলাচলের উপযুক্ত করে তোলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rd2LnH

May 23, 2017 at 07:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top