সীমান্ত নদীতে যুবকের দেহ উদ্ধার

রায়গঞ্জ, ৫ মেঃ ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাঙ্গন নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর এলাকার ঘটনা।

জানা গিয়েছে, এদিন সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান সীমান্ত থেকে প্রায় ৫০ মিটার দূরে ভারতীয় ভূখণ্ডের একটি সেতুর নিচে টাঙ্গন নদীর জলে দেহটি ভাসতে দেখে। এরপর খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়। পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নদীটি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছে। ওই যুবকের আনুমানিক বয়স ২০ বছর তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের চিহ্ন ও মাথার পেছনে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

কালিয়াগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘ওই যুবকের মাথায় গুলি করে খুন করা হয়েছে। তবে ওই যুবকের বাড়ি ভারত না বাংলাদেশে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।’ যদিও জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘ওই খুন হওয়া যুবকের বাড়ি বাংলাদেশেই। এদিন এব্যাপারে বাংলাদেশ হাইকমিশনারকে চিঠি মারফত জানানো হয়েছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2pIiSaZ

May 05, 2017 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top