রায়গঞ্জে গুলি চলল বিজেপি নেতার বাড়িতে

রায়গঞ্জ, ৯ মেঃ ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য প্রদীপ সরকারের বাড়িতে  দুস্কৃতীদের হামলা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সোমবার রাত ২ টা নাগাদ মোটরবাইকে চেপে আসা একদল দুস্কৃতী প্রদীপবাবুর বাড়িকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায় এবং দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। গুলির শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। এলাকাবাসী একত্রিত হয়ে রুখে দাঁড়ালে সেখান থেকে দুস্কৃতীরা মোটরবাইক নিয়ে পালিয়ে যায়। এদিন সকালে প্রদীপবাবুর বাড়িতে ৮-১০ টা গুলির খোলের পাশাপাশি বাড়ির সামনে তাজা কার্তুজ পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কে প্রদীপবাবুর পরিবার। সকাল হতেই প্রদীপবাবু আশ্রয় নেন জেলা বিজেপি কার্যালয়ে। কিন্তু আতঙ্কে রয়েছেন তাঁর স্ত্রী, ১৩ বছরের ছেলে ও ৭ বছরের মেয়ে। এলাকাবাসীর অভিযোগ, থানায় বার বার ফোন করলেও এখনো পর্যন্ত দেখা মেলেনি পুলিশের। বিজেপির তরফ থেকে ইমেল মারফত রাজ্য নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2qV2fqh

May 09, 2017 at 01:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top