লন্ডন, ১৩ মেঃ একযোগে বিশ্বের ১০০টি দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দিল হ্যাকাররা। সাইবার হানায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্রিটেনের স্বাস্থ্য পরিসেবা। সেদেশের বহু হাসপাতালে একযোগে সিস্টেম ফেলিওর হয়। ফোন বা কম্পিউটর কাজ না করায় বন্ধ করে দিতে হয় অপারেশন। জরুরি অবস্থা জারি করতে হয় হাসপাতালগুলিতে।
জানা গিয়েছে, রাশিয়া, ইউক্রেন, তাইওয়ানই ছিল হ্যাকারদের মূল টার্গেট। তালিকায় ভারতের নাম থাকার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্ষতিকর র্যামসামওয়্যার প্রোগ্রাম দিয়ে কম্পিউটরের তথ্য চুরি করে হ্যাকাররা। তথ্য ফেরত দিতে ৩০০ থেকে ৬০০ মার্কিন ডলার দাবি করেছে তারা। পরিষেবা স্বাভাবিক করতে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে একযোগে কাজ করছেন বিশেষজ্ঞরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2r3GnMZ
May 13, 2017 at 02:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন