ঢাকা::বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শনে গেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিশেষভাবে আলোচিত ‘দ্য রেইন ট্রি’ নামের এই হোটেলটি। হোটেলটিতে কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে এবার সেটি পরিদর্শনে গেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে একটি দল আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেলটি পরিদর্শনে যান।
এর আগে, ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির দুই সদস্য আজ সকাল ১০টার দিকে হোটেলটি পরিদর্শনে যান।
তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন বর্তমানে হোটেলে অবস্থান করছেন এবং হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলছেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। সাফাত আহমেদ ও সাদমান সাকিফ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qfjiEc
May 13, 2017 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন