কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা মানতে নারাজ রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৯ মেঃ ফের কেন্দ্রের সঙ্গে মতবিরোধ রাজ্য। গবাদি পশু কেনাবেচা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা মানতে নারাজ রাজ্য। আজ স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আইনি পথে কেন্দ্রের এই সিদ্ধান্তের মোকাবিলা করা হবে বলেও জানিয়ে দিলেন তিনি।

কেন্দ্রের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্ত একতরফা ও অসাংবিধানিক। রাজ্যের ক্ষমতা খর্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের চেষ্টাও করছে কেন্দ্র। আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মানব না।’

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘কে কী খাবে, পরবে সেটা কেন্দ্র ঠিক করবে?’ কেন্দ্রের এই সিদ্ধান্ত শিল্পক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে দাবি করেছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rxiGxw

May 29, 2017 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top