ভক্তের জন্য সুইফটের চমকপ্রদ উপহার

fইউরোপ ::রিয় সংগীত তারকা টেলর সুইফটকে নিজের গ্র্যাজুয়েশন পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন অ্যাশলি সিলভারস নামে এক শিক্ষার্থী। ভক্তের নিমন্ত্রণে অনেক তারকারই কোনো সায় পাওয়া যায়না। অাসাতো দূরের কথা অনেকে উপস্থিত থাকতে পারবেন কি না সেটা জানানোরও সময় থাকে না।

তবে টেলর সুইফটের ভক্তের ক্ষেত্রে সেটি ঘটেনি। ব্যস্ততার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না জানিয়ে ওই শিক্ষার্থীকে একটি কার্ড পাঠিয়েছেন। সেই সঙ্গে এক গুচ্ছ ফুলের তোড়াও। প্রিয় তারকা না অাসলেও তার ফুল অার কার্ড পেয়ে উচ্ছ্বসিত অ্যাশলি।

এ বিষয়ে টুইটারে অ্যাশলি লিখেছেন, ‘আমি আমার গ্র্যাজুয়েশন পার্টিতে টেলরকে নিমন্ত্রণ করেছিলাম। আর ও আমাকে এই ফুল আর কার্ড পাঠিয়েছে। আমি ভালোবাসি তোমায় টেলর সুইফট’।

অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না বলে ভক্তকে সুইফট লিখেছেন, ‘প্রিয় অ্যাশলি, আমি খুবই দুঃখিত যে তোমার গ্র্যাজুয়েশন পার্টিতে আসতে পারছি না!’ ‘আমি তোমাকে নিয়ে, তোমার কঠোর পরিশ্রম, তোমার উৎসর্গ, তোমার উচ্ছ্বাস এবং তোমার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খুব গর্বিত। অ্যাশলি ও তার পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে টেলর সুইফট লেখা শেষ করেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qjVO0F

May 14, 2017 at 11:45PM
14 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top