মাহালি সম্প্রদায়ের পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি

চালসা, ৭মেঃ মাহালি সম্প্রদায়ের উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের জোরালো দাবি জানাল অখিল ভারতীয় মাহালি সংঘ। রবিবার বাতাবাড়ী চা-বাগানের মজদুর ক্লাবে অখিল ভারতীয় মাহালি সংঘের সভায় এই দাবি জানানো হয়। এদিনের সভায় সংগঠনের ২১ জনের মেটেলি ব্লক কমিটিও গঠন করা হয়। কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত হয় যথাক্রমে অনুপ মাহালি, গণেশ মাহালি ও প্রমোদ টোপ্পো মাহালি। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন এলাকার মাহালি সম্প্রদায়ের মানুষ।

এদিন সভায় উপস্থিত সংগঠনের উত্তরবঙ্গ রিজিওনাল কমিটির সাধারণ সম্পাদক বাবলু টোপওয়ার মাহালি বলেন, ‘অধিবাসীদের মধ্যে মাহালি সম্প্রদায় খুব পিছিয়ে রয়েছে। উন্নয়নের ছোঁয়া এই জনজাতির মধ্যে এখনও লাগেনি। রাজ্য সরকার অনেক উন্নয়ন পর্ষদ ঘোষণা করেছে। আমরা আশাবাদী যে আমাদের বিষয়টিও সরকার বিবেচনা করবে। আমরা যাবতীয় দাবির কথা মুখ্যমন্ত্রীকে জানাবো।’



from Uttarbanga Sambad http://ift.tt/2pa66U2

May 07, 2017 at 09:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top