বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক গ্রেপ্তার

24.05.17বিশ্বনাথ ( সিলেট )প্রতিনিধি:: পরকীয়া প্রেমের জের ধরে সিলেটের বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত ভোররাতে উপজেলা সদরের টিএনটি রোড়ে তেরাব আলীর বাসায় ঘটনাটি ঘটে। দুই সন্তানের জননী মাশেদা বেগম (৩৫)’কে খুন করার ঘটনায় বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বিকেল ৪টার দিকে জগন্নাথপুর সদর থেকে পুলিশ ঘাতক জিতু মিয়া’কে গ্রেপ্তার করে। সে (জিতু) বিশ্বনাথ উপজেলার মান্ধারুকা গ্রামের ইসমাইল আলীর পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, জিতু মিয়া পেশায় একজন বাবুর্চি। সে দীর্ঘদিন ধরে তেরাব আলীর বাসায় স্ব-পরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। স্ত্রীর পরকীয়ার কারণে এর জের ধরে বিগত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছে। কলহের কারণে মঙ্গলবার দিবাগত ভোররাতে জিতু মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী মাশেদা বেগমের পেটে আঘাত করেন। এরপর ঘর থেকে পালিয়ে যায় জিতু। মাশেদা ও তার সন্তানের আন্ত-চিৎকার শুনে মাশেদার মা’সহ আত্তীয়-স্বজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে (মাশেদা) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণনা করেন।

এব্যাপারে স্থানীয় সাংবাদিকদেরকে জিতু মিয়া বলেন, ‘স্ত্রী পরকীয় প্রেমের সাথে সম্পৃক্ত রয়েছেন। এনিয়ে কয়েক দিন ধরে দুজনের মধ্যে কলহ চলছে। এরই জের ধরে মাশেদা তাকে (জিতু) হত্যা করার চেষ্ঠা চালায়। আর দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে তার (জিতু) হাতে খুন হন স্ত্রী মাশেদা।’

ঘটনার সত্যতা স্কীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী জিতু মিয়াকে জগন্নাথপুরসদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qcj8AS

May 24, 2017 at 10:42PM
24 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top