হামলার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ আইএস সমর্থকদের

ম্যানচেস্টার, ২৩ মেঃ উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ চলছিল মার্কিন পপ তারকা এরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট। সেই সময় আচমকাই ২টি বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল, নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে এবং ৫৯ জন আহত হওয়ার খবর। আনেকে নিখোঁজ। চারদিকে আর্তনাদ, হাহাকার। এরকম পরিস্থিতিতে হামলার পরই আইএস জঙ্গি সংগঠনের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে টুইটের মাধ্যমে জয়ের বার্তা পোস্ট করেছে। তবে এখনো পর্যন্ত ম্যাঞ্চেস্টারে হামলার দায় স্বীকার করেনি আইএসআইএস। সন্দেহের তীর প্রথম থেকেই তাদের দিকেই ছিল। সোশ্যাল মিডিয়ায় তাদের এই কার্যকলাপ আরও একবার ব্রিটিশ পুলিশের সন্দেহ দৃঢ় করে দেয়।

হ্যাসট্যাগ ম্যানচেস্টার দিয়ে লেখা হয়েছে, ব্রিটিশ বায়ুসেনারা যেভাবে মসুল, রাকার ওপর হামলা চালায়, যেভাবে আক্রান্ত হয় ছোট ছোট শিশুরা, এবার সেই একই দৃশ্য  ফিরে এসেছে ম্যানচেস্টারে। আইএসের আরও এক সমর্থক বলেছে যেভাবে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন শহর ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে মার্কিন বায়ুসেনারা, এটা তারই পাল্টা জবাব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qf3U9o

May 23, 2017 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top