ঢাকা, ১২ মে- রেজওয়ানা চৌধুরী বন্যাকে বঙ্গভূষণ সম্মাননা দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে এই চিঠি পেয়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় এই রবীন্দ্রসংগীতশিল্পী। জানা গেছে, আগামী ২০ মে বিকালে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান করবেন। বঙ্গভূষণ সম্মাননা পাওয়ার খবরে দারুণ খুশি রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ শুক্রবার দুপুরে এ প্রতিবেদককে তিনি বলেন, সম্মাননা, স্বীকৃতি শিল্পীকে আরও ভালো কিছু করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। শিল্পীর দায়বদ্ধতা আরও বেড়ে যায়। রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু ক​লকাতায় কবে যাবেন, তা এখনো চূড়ান্ত করেননি। বঙ্গভূষণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিত্বদের জাতির প্রতি তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ২০১২ সাল থেকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর আর্থিক মূল্যমান এক লাখ রুপি। সঙ্গে আরও থাকছে স্মারক ও উত্তরীয়। ২০১৫ সালে দুই বাংলার জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী বাংলাদেশের প্রয়াত ফিরোজা বেগমকে বঙ্গবিভূষণ (মরণোত্তর) সম্মাননায় ভূষিত করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শিল্পীর ভাইয়ের মেয়ে সুস্মিতা আনিস এই সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা হিসাবে দেওয়া হয় নগদ দুই লাখ রুপি, স্মারক ও উত্তরীয়। আর/১০:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pGcKN9
May 13, 2017 at 05:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top