ক্যালিফোর্নিয়ায় ইয়োগা গুরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

িইউরোপ ::

ক্যালিফোর্নিয়ার এক বিচারক বুধবার ইয়োগা গুরু বিক্রম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যৌন হয়রানির মামলায় সাবেক এক আইন উপদেষ্টাকে প্রায় ৬৫ লাখ ডলার জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।

লসএঞ্জেলসের সুপেরিওর কোর্টের বিচারক এ্যাডওয়ার্ড মোরেটন বিক্রম ইয়োগার প্রতিষ্ঠাতা বিক্রম চৌধুরীর জামিনের জন্য ৮০ লাখ ডলার জামানত নির্ধারণ করেন।

বিক্রম চৌধুরীর এক সময়ের আইন উপদেষ্টা মিনাকশি ‘মিক্কি’ জাফা-বোডেন ২০১৩ সালে তার বিরুদ্ধে মামলা করেন। সাবেক এ আইন উপদেষ্টা বিক্রমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বলেন, এক ইয়োগা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠায় সে ব্যাপারে এ ইয়োগা রাজ্যের প্রতিষ্ঠাতাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় তিনি তার প্রতি ক্ষিপ্ত হন।

জাফা-বোডেনের অ্যাটর্নি কার্লা মিনার্ড এএফপিকে বলেন, গত বছরের জানুয়ারিতে শাস্তির খেসারত হিসেবে ৬৪ লাখ ৭০ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়। এ রায়ের পরপরই তিনি ক্যালিফোর্নিয়া থেকে পালিয়ে যান।

মিনার্ড বলেন, এ ইয়োগা গুরু ক্যালিফোর্নিয়া থেকে প্রথমে ভারতে এবং পরে থাইল্যান্ডে যান। সেখান থেকে মেক্সিকোতে যাওয়ার আগে তিনি জাপানে যান। তবে বুধবার আদালতে তাকে প্রতিনিধিত্ব করা কোনো অ্যাটর্নি ছিলেন না।

মেক্সিকোয় বর্তমানে তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

মিনার্ড বলেন, মেক্সিকো ছাড়ার আগে তাকে গ্রেফতার করাই আমাদের লক্ষ্য।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qiNFcm

May 25, 2017 at 02:59PM
25 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top