প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে হানা দিল সিবিআই

নয়াদিল্লি, ১৬মেঃ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরমের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। মঙ্গলবার ভোরে চেন্নাইতে তাঁর বাড়ির পাশাপাশি তাঁর ছেলে কর্তি চিদাম্বরমের কারাইকুড়ির বাড়িতে সিবিআই হানা দিয়েছে। সূত্রের খবর, পিটার মুখার্জির আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দেওয়ার তদন্তেই সিবিআই এদিন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে হানা দেয়। কর্তি চিদাম্বরম অবশ্য এর আগেও এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি নিয়েও সিবিআই তদন্তের মুখে পড়েছেন। গত মাসেই এই চুক্তিতে ৪৫ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন (ফেমা) ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে শোকজ নোটিস পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি)।

ঘটনার পরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র টম বেদাক্কান বলেছেন, রেড রাজ চলেছে। শুধুমাত্র খবরের শিরোনামে আসার জন্যই এই পদক্ষেপ। তিন বছর ধরে কেন এই তদন্তে কোনো ব্যবস্থা নেওয়া হল না ? আসলে চিদাম্বরমকে টার্গেট করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rkKJvA

May 16, 2017 at 10:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top