কুমিল্লা সেনানিবাসে কাপ গলফ টুনার্মেন্ট উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ১০ম প্রোভাতী ইন্স্যুরেস কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে সেনানিবাসের ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন, এনডিসি, পিএসসি।

টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় পর্যায় এবং বিভিন্ন ক্লাব থেকে ১৩০ জন গলফার অংশ গ্রহন করেছেন। আয়োজকরা প্রত্যাশা করছেন, এই টুর্নামেন্ট থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা সম্পন্ন গলফার তৈরী হবে।

The post কুমিল্লা সেনানিবাসে কাপ গলফ টুনার্মেন্ট উদ্ধোধন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2q6uIbL

May 20, 2017 at 04:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top