রায়গঞ্জ, ১০ মেঃ নারী ও শিশুদের ওপর অত্যাচারের খবর পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়বে ‘সহমর্মী’।
সমাজবিরোধী যেকোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম নবগঠিত সামাজিক মহিলা সংগঠন ‘সহমর্মী’।
রায়গঞ্জ শহরে সম্প্রতি পৌরসভা নির্বাচনে মহিলাদের ওপর অত্যাচারের বারবার যে অভিযোগ উঠছে, আজ তার তীব্র নিন্দা করে আইনানুগ ব্যবস্থার দাবি তোলা হয় ‘সহমর্মী’র পক্ষ থেকে।
বুধবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সংগঠনের প্রতিনিধিরা একটি সাংবাদিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা ঝুমা মিত্র, আইনজীবি ফিরদোসী বেগম, লোপামুদ্রা সিংহ সহ অন্যান্যরা।
সাংবাদিক বৈঠকে ঝুমা মিত্র অভিযোগ করে বলেন, ভোটে লড়াইয়ের জন্য যে কোনো মানুষের প্রতিদ্বন্দ্বিতা করার সাংবিধানিক অধিকার রয়েছে। ভোটারদের যেমন ভোট দেওয়ার অধিকার আছে তেমনি ভোটে জেতার জন্য ভোটপ্রার্থীদের প্রচার করার অধিকারও রয়েছে। কিন্তু ভোটারদের আগ্নেয়াস্ত্র দেখানোর স্পর্ধা কেউ পায় কোথা থেকে? এসব প্রশ্ন তুলে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেন তিনি। শান্তিপূর্ন ভোট করার দাবি তোলেন। ‘সহমর্মী’র পক্ষ থেকে আরো জানানো হয়েছে, জেলাতে বেশ কিছু এলাকায় কাজের লোভ দেখিয়ে মহিলা পাচার, কিডনি পাচার চক্রের খবরও আসছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের কাছেও দরবার করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pzUvJT
May 10, 2017 at 10:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন