ডোমিনিকা, ১২ মে- ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন মিসবাহ। সেটাও আবার নিজের দেশের মাটিতে নয়; ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। মিসবাহদের দেশে এখন গুলি-বোমার শব্দে মানুষের ঘুম ভাঙে। তাই কোনো দেশ খেলতে যায় না। নিজের দেশের মাটিতে এমন বিদায় নিতে পারলে কতই না সম্মান পেতেন তিনি। কতই না আয়োজন থাকত। বিদেশের মাটিতে ততটা না হলেও দারুণ সম্মান পেলেন পাকিস্তান অধিনায়ক। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা গার্ড অব অনারের মাধ্যমে মাঠে বরণ করে নিল তাকে। আজ টেস্টের দ্বিতীয় দিনে আরেক বিদায়ী ক্রিকেটার ইউনিস খান ১৮ রান করে আউট হওয়ার পর মাঠে নামেন মিসবাহ। ইউনিস খানকেও গতকাল গার্ড অব অনার দিয়ে মাঠে বরণ করে নিয়েছিল ক্যারিবীয় ক্রিকেটাররা। দুর্নীতি, মাদক, নারী কেলঙ্কারিসহ নানা অপরাধে জর্জরিত পাকিস্তান ক্রিকেটে মিসবাহ আর ইউনিস নিজেদের কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। না হলে মিসবাহ ৪৩ আর ইউনিস ৩৯ বছর বয়সে খেলতে পারতেন না। ২০১০ সালে আন্তর্জাতিক অঙ্গনে স্পট ফিক্সিংয়ের ঘটনায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব নেওয়ার পর মিসবাহ এ পর্যন্ত ৫৩ টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে পাকিস্তান ২৪টিতে জয়ী, ১৮টিতে পরাজিত ও ১১টিতে ড্র করেছে। টেস্ট ক্যারিয়ারে ৩৪টি সেঞ্চুরির মালিক ইউনিস খান ৩টি ডাবল সেঞ্চুরি এবং ১টি ট্রিপল সেঞ্চুরির মালিক। স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার সেরা অর্জন হলো ২০০৯ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ জয়। পাকিস্তানের হয়ে ১০ হাজার রানের একমাত্র সদস্য ইউনিস। আর/০৭:১৪/১২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qylDNL
May 12, 2017 at 02:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন