চান্দিনায় ভ্রাম্যমান বইমেলা

চান্দিনা প্রতিনিধি ● ‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত হউক বাংলাদেশ’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে দিশার আলোঘর প্রকাশনা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ওই বই মেলার আয়োজন করে। এতে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ এর শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

এর আগে সকালে ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করেন আলোঘরের প্রধান ব্যবস্থাপক মো. শহিদ উল্লাহ, উপদেষ্টা শালীমা নাজনীন বিথি, কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনিছুর রহমান, সমন্বয়কারী প্রশিক্ষক আবুল খায়ের, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল হাসান, চান্দিনা আলোঘর শাখা ব্যবস্থাপক ফারহানা জাহান প্রমুখ।

The post চান্দিনায় ভ্রাম্যমান বইমেলা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2qzPiTS

May 18, 2017 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top