শপথ নিতে গিয়ে গ্রেফতার কুসিকের নবনির্বাচিত কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করে কুমিল্লার কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন কুমিল্লার বার্তা ডটকমকে জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে বৃহস্পতিবার সকালে এলজিইডি ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে গ্রেফতার গোলাম কিবরিয়া দাবি করেছেন, তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয় জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া। তিনিসহ কুসিকের নবনির্বাচিত ৩১ কাউন্সিলরের বৃহস্পতিবার এলজিইডি ভবনে শপথ নেওয়ার কথা।

এছাড়া কুসিকের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুকে গণভবনে প্রধানমন্ত্রীর শপথ পাঠ করানোর কথা রয়েছে।

The post শপথ নিতে গিয়ে গ্রেফতার কুসিকের নবনির্বাচিত কাউন্সিলর appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2pmtcqm

May 11, 2017 at 11:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top