রায়গঞ্জ, ২৮ মেঃ রায়গঞ্জ জেলা হাসপাতালের সহকারী সুপারকে মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।
সূত্রের খবর, গত ২৪ তারিখে প্রাণদেব শর্মা (৭০) বুক ও পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি হন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই রোগী হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ, এদিন রাত ৭টা নাগাদ হাসপাতালের মেডিসিন বিভাগের বেডে রোগীকে দেখতে না পেয়ে ওয়ার্ডের ভেতরেই চিৎকার চেঁচামেচি শুরু করেন রোগীর পরিজনরা। এমনকি সেখানে ভাঙচুরও চালায় তারা। এরপর মেডিসিন বিভাগের কর্তব্যরত নার্সকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। রোগীর পরিজনরা হাসপাতাল সুপারকে না পেয়ে সহকারী সুপার তুষাররঞ্জন দাসকে বেধরক মারধর করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনায় রোগীর পরিবারের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qwIW5U
May 28, 2017 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন