ঘুস নিয়েছেন কেজরি, অভিযোগ সদস্য প্রাক্তন মন্ত্রীর

নয়াদিল্লি, ৭ মেঃ পদচ্যুত হয়েছিলেন শনিবার রাতে। তার কয়েক ঘণ্টার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ করলেন রাজ্যের সদস্য প্রাক্তন জলসম্পদ মন্ত্রী কপিল মিশ্র। এই অভিযোগের পরেই কংগ্রেস এবং বিজেপি কেজরিওয়ালের পদত্যাগের দাবি তোলে।

কেজরির বিরুদ্ধে এহেন দুর্নীতির অভিযোগ উটতেই লুফে নিয়েছে বিজেপি। দলের দিল্লি শাখায় সভাপতি মনোজ তিওয়ারি বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদকে ছাপিয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই ঘটনায় দিল্লির পক্ষে কালো অধ্যায়। কপিল মিশ্র যে অভিযোগ করেছেন, তার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন। আমরা ওঁকে কুর্নিশ জানাচ্ছি। কেজরিওয়ালের যদি এতটুকু নৈতিকতা থেকে থাকে তাহলে ওঁর উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া।’
কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেসও। এ ব্যাপারে আগামী মঙ্গলবার গণস্বাক্ষর অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস।



from Uttarbanga Sambad http://ift.tt/2pQiR4O

May 07, 2017 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top