‘বিভাজনের রাজনীতি করছেন মমতা’- বাবুল সুপ্রিয়

শিলিগুড়ি, ১১ মেঃ লালবাতি প্রশ্নে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা বরকতি। প্রধানমন্ত্রী চাইলেও যে অনন্তকাল ধরে চলে আসা নিয়মের হেরফের ঘটাবেন না, হুঁশিয়ারির সুরে তা স্পষ্ট করেছেন। যা নিয়ে বৃহস্পতিবার চরম ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন।

রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘জন্ম জন্মান্তর ধরে এই দেশের নাম হিন্দুস্থান। হিন্দুস্থান হওয়ার ক্ষোত্রে তো কোনো বাধা নেই। এটা কাউকে ভুলে গেলে চলবে না।’ বরকতির ক্ষেত্রে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তুলে বাবুল সুপ্রিয় বলেন, ‘মুখ্যমন্ত্রী কি হিন্দু নন? ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করছেন। যা আগুন নিয়ে খেলা ছাড়া আর কিছুই নয়। মাশুল গুনতে হবে তাকে।’ তিনি আরও বলেন, বিজেপিকে রুখতে রাজ্যজুড়ে দলীয় কর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে মিত্যা প্রচার, দেওয়া হচ্ছে মিথ্যা মামলা। কিন্তু বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে তাঁদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qwJ7Tl

May 11, 2017 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top