রতুয়া, ৭ মেঃ মালদায় গণধর্ষণের শিকার হল এক মূকবধির কিশোরী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুখিরিয়া থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মানিকচকের চাঁইপাড়ার বাসিন্দা জয়দেব মণ্ডল। কিশোরীর গ্রামে তার শ্বশুরবাড়ি। শ্বশরবাড়ি যাতায়াতের সুবাদে ওই কিশোরীর সঙ্গে পরিচিত। এদিন সকালে বোনের সঙ্গে নদীর ধারের আমবাগানে আম কুড়োতে যায় সে। দুই বোন আমবাগানের দুই প্রান্তে ছিল। সেইসময় জয়দেব ওই মূকবধির কিশোরীকে জোর করে কালিন্দ্রী নদীর ওপারে ধান খেতে নিয়ে যায় বলে অভিযোগ। কিশোরীর বোন দিদিকে দেখতে না পেয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতেই তাঁরা জানায় জয়দেবের সঙ্গে ধান খেতের দিকে যেতে দেখেছে। তারপর স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছানোর আগেই জয়দেব পালিয়ে যায়। তারাই অসুস্থ কিশোরীকে উদ্ধার করার পর হাসপাতালে ভরতি করানো হয়।
এদিকে গ্রামের জামাইয়ের কাণ্ড দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা জয়দেবের বাড়িতে চড়াও হয়। তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ভাই সহ তিনজনকে তুলে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। জয়দেবের খোঁজ পেতে তাদের গাছে বেঁধে রেখে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুখুরিয়া থানার ওসি অভিষেক তালুকদার বলেন, ‘অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে। খুব শীঘ্রই তাকে ধরা হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2qG1mWc
May 07, 2017 at 11:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.