পার্লামেন্টে উচ্চকক্ষ গঠনের করতে হবে : আ স ম আবদুর রব

fঢাকা::

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আসন্ন নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করতে হবে।

লক্ষ্মীপুরের কমলনগরের হাজীর হাট মাদরাসা মাঠে কমল নগর উপজেলা জাতীয় যুবপরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ স ম রব আরো বলেন, দেশে আজ ক্ষমতা রক্ষা ও ক্ষমতা পুনর্দখলের জন্য দ্বিদলীয় অনৈতিক প্রতিযোগীতার আবর্তে নিমজ্জিত। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। সে লক্ষ্যে গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক দল ও সমাজ শক্তি সমুহকে নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, উপজেলা যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব।

বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবদুল মোতালেব, গিয়াস উদ্দিন আহমেদ, শাহাদাৎ হোসেন নীরব, লোকমান হোসেন বাবুল, জাতীয় যুবপরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মিঠু প্রমুখ।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s6cbOp

May 27, 2017 at 10:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top