ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ আছে বাংলাদেশি ভক্তদের। আগামী ৯ জুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফ্রেন্ডলি ম্যাচে মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এদিকে এ দুই ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না সুপারস্টার নেইমারকে। ২০১৩ সালের পর এবারই প্রথম বিশ্রাম পেলেন নেইমার। শুধু নেইমার নন ফিরমিনো, মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো ও দানি আলভেজকেও বিশ্রাম দেওয়া হয়েছে এ দুই ম্যাচে। আসুন জেনে নেই দুই দলে কে কে থাকছেন- আর্জেন্টিনা দল গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সের্হিও রোমেরো, জেরোনিমো রুলি। ডিফেন্ডার: এমানুয়েল মাম্মানা, গাব্রিয়েল মেরকাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি। মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, মানুয়েল লানসিনি, লিয়েন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, এদুয়ার্দো সালভিও। ফরোয়ার্ড: হোয়াকিন কোররেয়া, আনহেল দি মারিয়া, পাওলো দিবালা, আলেহান্দ্রো গোমেস, গনসালো হিগুয়াইন, মাউরো ইকার্দি ও লিওনেল মেসি। ব্রাজিল দল গোলরক্ষক: ডিয়াগো আলভেজ, এদারসন, ওয়েভারটন ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ডেভিড লুইজ, ফাগনার, ফিলিপে লুইস, গিল, জেমারসন, রাফিনহো, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা। মিডফিল্ডার: ফার্নানদিনহো, জিয়োলিয়ানো, লুকাস লিমা, পাওলিনহো, ফিলিপ কৌতিনহো, রেনাতো অগাস্টো, উইলিয়ান, রদ্রিগুইনহো। ফরোয়ার্ড: দিয়াগো সুজা, দগলাস কস্তা, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন আর/১৭:১৪/২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rCS4qA
May 20, 2017 at 11:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top