মিশন নির্মল বাংলা কর্মসূচিতে সামিল খুদে পড়ুয়ারাও  

মালবাজার, ২২ মেঃ মিশন নির্মল বাংলার সাপ্তাহিক কর্মসূচি শুরু হল মাল ব্লকের প্রাথমিক স্কুল এবং শিশু শিক্ষাকেন্দ্রগুলিতে। সোমবার মিশন নির্মল বাংলার শপথ নিল খুদে পড়ুয়ারা। শৌচাগার তৈরি, খোলা স্থানে শৌচকর্ম না করা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে শপথগ্রহণ করা হয়। পোস্টার, প্ল্যাকার্ড সহ পদযাত্রা করা হয়। খাবার পূর্বে পাঁচ ধাপে হাত ধোয়ার পদ্ধতিও হাতে কলমে শেখানো হয়। মালের বিডিও ভূষণ শেরপা বলেন শনিবার পর্যন্ত চলবে কর্মসূচি। পড়ুয়ারা শৌচালয় নিয়ে সমীক্ষা করবে গ্রামে। সমীক্ষা শেষে গ্রাম পঞ্চায়েত প্রধানকে রিপোর্ট জমা দেবে। উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটির পর মিশন নির্মল বাংলার সাপ্তাহিক কর্মসূচী পালিত হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qNiDdK

May 22, 2017 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top