দুই তরুণীকে ধর্ষণের সময় ব্যবহৃত শটগান নিয়ে রহস্য

fঢাকা::রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে সোমবার রাত ৮ টার দিকে পুরান ঢাকার নবাবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে গুলশান এলাকা থেকে দেহরক্ষী আবুল কালাম আজাদকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর এই দুইজনকে রাতেই মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

এই মামলায় রিমান্ডে থাকা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ ডিবির জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের আগে তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছেন। প্রদর্শিত শটগানটি বৈধ না অবৈধ তা তদন্ত করছে পুলিশ। পুলিশ ওই আগ্নেয়স্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি।

তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেছেন, দুই শিক্ষার্থীকে ধর্ষণের সময় তার বডিগার্ড রহমত আলীর কাছে একটি শটগান ছিল। দুই শিক্ষার্থী তাদের কথা না শুনলে তারা ওই অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরে বডিগার্ডের কাছ থেকে ঐ আগ্নেয়াস্ত্রটি নাঈম আশরাফ ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখায়-এমন অভিযোগ দুই ভিকটিম করেছে।

দি রেইনট্রি হোটেলের এক্সিকিউটিভ (ইন্টারনাল অপারেশন) ফারজানা আরাফ রিমি অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করার বিষয়ে বলেন, ‘তখন আমাদের ওপেনিং ছিল। ওই সময় আমাদের ফ্রন্ট ডেস্ক অফিসার ম্যানুয়ালি চেক করেছেন। অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করেছিল সাফাত, সাদমান, নাঈমরা। ফলে ধর্ষণের শিকার দুই তরুণী অস্ত্রের মুখে ধর্ষণের যে অভিযোগ করেছেন, তা মিথ্যা।’

গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রিমান্ডে থাকা সাফাত ও সাদমান সাকিফকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ডিবি ও ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। সাফাতের ৬ দিন ও সাকিফের ৫ দিনের রিমান্ডের গতকাল সোমবার ছিল তৃতীয় দিন।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, রিমান্ডে জ্ঞািসাবাদে তারা যে তথ্য দিচ্ছে তা বাদি ও ভিকটিমের অভিযোগের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। তদন্তে সহায়ক তথ্য দিচ্ছে রিমান্ডে থাকা সাফাত ও সাকিফ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, অস্ত্র ও ভিডিও রেকর্ড উদ্ধারে অভিযান চলছে। সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qLBNUa

May 16, 2017 at 11:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top